গাইবান্ধা প্রতিনিধি : পলাশবাড়ী উপজেলার হোসেনপুরে শ্রী কলা প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে স্যালোমেশিন দিয়ে বালু উত্তোলন অব্যাহত।

স্থানীয়রা জানায় উপজেলার হোসেনপুর শ্রী কলা গ্রামের বদিউজ্জামানের পুত্র নুরুন্নবী তার জমি থেকে চাকলা গ্রামের ছিদ্দিকের স্যালো মেশিন দিয়ে বেশ কিছুদিন থেকে অবাধে বালু উত্তোলণ অব্যাহত রেখেছে।

এ ব্যাপারে অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে জমির মালিক নুরুন্নবীকে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমার নিজের জমি থেকে বালু উত্তোলন করছি। তাতে কাহাররও কিছুই করার নাই।

অপর দিকে বালু সরবরাহের একমাত্র যানবাহন কাকড়া চলাচলে অত্র এলাকায় গ্রামীন সড়ক মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে নানা যানবাহনসহ পথচারীদের চলাচলে অযোগ্য হয়ে পড়ছে।
এলাকাবাসী ও সচেতন ব্যাক্তিরা সংশ্লিষ্ট কর্তকর্তার অশু শুভ দুষ্টি কামনা করছেন।

(এসআইআর/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০১৯)