গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে থানা পুলিশ ৪টি চোরাই মোটর সাইকেল এবং মোটর সাইকেল চুরিচক্রর সাথে জড়িত থাকার সন্দেহে ২ জনকে আটক করেছে। 

জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার সহকারি পরিদর্শক (এসআই) জাকির হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গত দুই দিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি ১৫০ সিসি লাল রংয়ের আরটিআর এ্যাপাচি, একটি কালো ও লাল রংয়ের ১৫০ সিসি বাজাজ পালসার, একটি কালো ও বেগুনী রংয়ের ১০০ সিসি ডিসকভার ও একটি হলুদ ও কালো রংয়ের ১৫০ সিসি ইয়ামাহা মোটর সাইকেল উদ্ধার করেন।

এসময় মোটর সাইকেল চুরির সাথে জড়িত সন্দেহে ২জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহাতী গ্রামের এরফান আলীর পুত্র জাহাঙ্গীর (৩৪) ও মহিমাগঞ্জ ইউনিয়নের বামনহাজরা গ্রামের আফসার আলীর পুত্র সোহেল (৩০)।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (্ওসি) একেএম মেহেদী হাসান জানান, আটককৃতরা সংঘবদ্ধ মোটর সাইকেল চুরি চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত আরও কয়েকজনকে সনাক্ত করা হয়েছে এবং তাদেরকে আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে।

(এসআরডি/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০১৯)