আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জেলার গৌরনদী উপজেলার গরঙ্গল দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

রবিবার বিকালে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সেরজন আলী হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা সুপারেনটেনডেন্ট মাওলানা হেমায়েত উদ্দিন, যুবলীগ নেতা আব্দুর জব্বার হাওলাদার। মাদ্রাসা শিক্ষক অহিদুজ্জামান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হাকিম খান, রিপন প্যাদা প্রমুখ। শেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০১৯)