গাজীপুর প্রতিনিধি : স্বাধীন বাংলাদেশের অন্যতম রূপকার, দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার গাজীপুর সদর উপজেলাধীন রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি-কাঁচার মেলা শিশুদের জন্য সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে।

এদিন সকালে কচি-কাঁচা একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি-কাঁচার মেলার পরিচালক ইকবাল সিদ্দিকী। বক্তব্য রাখেন কর্মীবোন তৃষা, শৈলী, সাথীবোন কণা রাণী দেবনাথ, রোকসানা ইয়াসমিন এবং সাথীভাই মিঠুন সিদ্দিকী। আলোচনা সভার আগে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জীবনচরিতের উপর আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিশু-কিশোর অংশগ্রহণ করে। বিজয়ী ১০জন শিশুকে পুরস্কৃত করা হয়।
(এএস/জুলাই ২৩, ২০১৪)