স্টাফ রির্পোটার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক স্মরণসভায় এ প্রশ্ন তোলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করে দেশরত্ম পরিষদ।
হাছান মাহমুদ বলেন, দু’একটি গণমাধ্যম আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে। যারা অসত্য খবর নিয়ে মাতামাতি করছেন, তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন আছে। তারাই প্রকৃত অর্বাচীন।
ফখরুলের মানসিক সুস্থতা পরীক্ষা করার জন্য বিএনপিপন্থী ডাক্তারদের আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে বিএনপির আন্তর্জাতিক ফ্রন্ট বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।
তিনি বলেন, পবিত্র নগরীতে বসে অপবিত্র ষড়যন্ত্র করছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।
তারেক রহমানকে দেশে এসে আইনের কাছে আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ প্রমাণের আহ্বান জানান হাছান মাহমুদ।
দেশরত্ন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, উপদেষ্টা জিএম আতিক, শিক্ষক নেতা শাহজাহান সাজু, অরুণ সরকার রানা প্রমুখ।
(ওএস/এএস/জুলাই ২৩, ২০১৪)