ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর রূপপুরে জিসান হৃদ মেমোরয়িাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলাবার অনুষ্ঠিত হয়েছে। 

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুলের সভাপতি ও বিশিষ্ঠ কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহম্মদ হোসেন ভূঁইয়া। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পাকশীর মুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুল, গোলাম মোস্তফা চান্না, মোহাম্মদ রশীদুল্লাহ, আব্দুল খালেক, জামাল উদ্দিন, মিজানুর রহমান, চেতনায় ঈশ্বরদী পত্রিকার সম্পাদক ফজলুর রহমান ফান্টু। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস।

অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও এলাকার সুধিজনরা উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০১৯)