ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে দেখা দিয়েছে পেঁয়াজের পাতা পচা পার্পল রোগের অবিরভাব। বাড়ন্ত পেঁয়াজ পার্পল রোগে আক্রান্ত হওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কায় চাষিরা। 

তারা জানান, কয়েকদিন আগে রাতের হালকা বৃষ্টির পর পরই এ রোগে আক্রান্ত হয় পেঁয়াজ। নুরপুর এলাকার চাষিরা অভিযোগ করেন, বাড়ন্ত পেঁয়াজে এ রোগের আক্রমণ থেকে রেহাই পেতে তারা পরামর্শ নিচ্ছেন কৃষি বিভাগের ব্লক সুপারভাইজারের।

ব্লক সুপারভাইজার বলেন, চাষিরা বাকি লেনদেনের কারণে ব্যবসায়ীদের কাছে জিম্মি। তারা কৃষি বিভাগের পরামর্শ গ্রহণ করেন না।

উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, মাঠে মাঠে পেঁয়াজের পাতা পচা রোগ দেখা দিয়েছে। তারা কৃষকদের পরামর্শ দিয়ে চলেছেন।

নুরপুর ,বাড়াইপাড়া,আন্দুয়া,শিমুলতলাসহ, বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বাড়ন্ত পেঁয়াজ পাতা রোগে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে রাতে অল্প বৃষ্টির পর পরই মাঠে মাঠে এ রোগ ছড়িয়ে পড়ে বলে কৃষকরা জানান। বিভিন্ন কীটনাশক প্রয়োগ করে কোনো কাজ হচ্ছে না।

গোয়ালপাড়া গ্রামের চাষি মহিদুল বলেন, এবার তিনি ২ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। হঠাৎ পাতা পচা রোগে আক্রান্ত হয়ে সব পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেও কোনো ফল হচ্ছে না। একই এলাকার চাষি কেত্তারপাড়া গ্রামের হালিম।

(এসআইআর/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০১৯)