রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পৃথক ১৫ প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছেন। 

মঙ্গলবার শেষ দিন বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় এ মনোনয়া জামা দিয়েছেন বিভিন্ন প্রার্থীরা। এতে চেয়ারম্যান পদে ২ জান, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে।

উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার মনোনয়ন জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আবুল কালম আজাদ, এডভোটের মারুফ বিন জাকারিয়া, সফিকুর রহমান খান, হারুনুর রশিদ, মো. শাহজাহান, আনছার উল্যা, সালাউদ্দিন বাবু, আসিফ রুহুল ও মাইন উদ্দিন মোল্লা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাছিনা আক্তার, রাহেলা আক্তার, মাজেদা বেগম ও কহিনুর বেগম।

প্রসঙ্গত- ঘোষিত তফসিল অনুযায়ী রায়পুর উপজেলায় তৃতীয় ধাপে এক যোগে ভোট হবে। এতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার ৭ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ২৪ মার্চ। রায়পুর উপজেলায় ভোটার ২ লাখ ১ হাজার ৪৯২ জন।

(পি/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০১৯)