ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে ভাষা শহীদ বিদ্যানিকেতনে বুধবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থীর নারী ও পুরুষ অভিভাবকের সমাগম ঘটে। প্রধান শিক্ষক মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান মিন্টু।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসমা খান, বিদ্যানিকেতনের সাবেক সভাপতি প্রয়াত সামাদ সরদারের সহধর্মীনি রোজী সামাদ, মুক্তিযোদ্ধা জামাত আলী, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও প্রভাষক আেব্দুল বাতেন, বিদ্যানিকেতনের সাবেক সভাপতি শহিদুল ইসলাম চেনু সরদার, ইউপি সদস্য নূরুল ইসলাম, আবুল কালাম সরদার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির হোসেন ও ছলিমপুর ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম মুকুল। সঞ্চালনা বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক বিজন কর্মকার।

এসময় বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে মরহুম লুৎফর রহমান ও সামাদ সরদার স্মৃতি বৃত্তি প্রদান করা হয়।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০১৯)