স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরের বিরল উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামীকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে পুলিশ আটকও করেছে কয়েকজনকে। আগামীকাল ভোট গ্রহণে সংঘর্ষের আশংকা করছে সাধারণ ভোটারেরা। এ জন্য স্থানীয় প্রশাসন সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভোট কেন্দ্রে আনসার ও পুলিশ মোতায়েনের পাশাপাশি নির্বাচনী এলাকায় র‌্যাব ও বিজিবি মোতায়েন থাকবে বলে জানিয়েছে দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

দিনাজপুরের বিরল উপজেলার ১ নং আজিমপুর,২ নং ফরক্কাবাদ ও ৫ নং বিরল এই ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন,সাধারণ সদস্য পদে ১০৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১ নং আজিমপুর ইউনিয়নে ৯টি কেন্দ্রের ৩১টি কক্ষে ১০২৭০ জন ভোটর ভোট প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৫২৩৪ জন এবং নারী ভোটার ৫০৩৬ জন রয়েছে। ২ নং ফরক্কাবাদ ইউনিয়নে ৯টি কেন্দ্রের ৩৯টি কক্ষে ১৩৮৯১ জন ভোটর ভোট প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৭০৪৩ জন এবং নারী ভোটার ৬৮৪৮ জন রয়েছে এবং বিরল ইউনিয়নে ৯টি কেন্দ্রের ৪৫টি কক্ষে ১৭০৫৬ জন ভোটর ভোট প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৬৮৮ জন এবং নারী ভোটার ৮৩৬৯ জন রয়েছে।

(এসএএস/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০১৯)