রানীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁয়ের রানীশংকৈল সমর্থিত ভোটার তালিকায় ক্রুটির অভিযোগ তুলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার আজম মুন্নার মনোনয়ন গত ২০ ফেব্রুয়ারী যাচাই বাছাই কালে বাতিল করেন জেলা নির্বাচন রিটানিং কর্মকর্তা। 

পরে প্রার্থীতা ফিরে পেতে হাইকোটে আপিল করে শাহরিয়ার আজম মুন্না। এ আপিলের প্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারী হাইকোটের ডিভিশনাল বেঞ্চের বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের যৌথ শুনানী করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার আজম মুন্নার বাতিলকৃত মনোনয়ন বৈধ ঘোষনা করেন। এবং তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা রিটানিং কর্মকতাকে নির্দেশ দেন।

এদিকে মনোনয়ন পত্র বৈধ ঘোষনা হওয়ায় তার সমর্থকরা মসজিদ মন্দিরে দোয়া প্রার্থনা করেন। এবং গতকাল বুধবার ঢাকা হাইকোট থেকে শাহরিয়ার আজম মুন্নার আসার খবর পেয়ে তার নেতাকর্মি ও সর্মথকরা মোটরসাইকেল পিকাপসহ বিপুল মানুষ উপজেলার গোগর বাজার থেকে তাকে রিসিভ করে নিয়ে আসে।

উল্লেখ্য চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে শাহরিয়ার আজম মুন্না প্রায় ২৬ হাজার ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন।

(কেএএস/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০১৯)