শেরপুর প্রতিনিধি : যারা কথায় কথায় জেহাদ করেন তাদের প্যালেস্টাইনে গিয়ে জেহাদ করার কথা বলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, দেশের ভেতর সাধারণ মানুষকে না মেরে প্যালেস্টাইনে গিয়ে বীরত্ব দেখান। দেখি কেমন বাপের বেটা। তিনি আরো বলেন, আমেরিকা ইজরাইলকে মদদ দিচ্ছে তাই আমরা তীব্র ঘৃণা ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সন্ত্রাসীদের কোন দেশ-জাতি নেই। যারা সন্ত্রাস করে, মানুষ খুন করে তারা সব জায়গায়, সকল স্থানেই সন্ত্রাসী হিসেবে গণ্য।

বুধবার শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা কার্যালয়ে গরীব দুঃস্থদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল, বয়স্ক ভাতা, শাড়ী-শার্ট বিতরণকালে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী জাতিসংঘের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা কথায় কথায় অপর দেশকে উপদেশ দেন তারা আজ কোথায়! আর গাজায় এতগুলো মানুষ মারা যাওয়ার পর এখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বসেন। জাতিসংঘ নিরাপদে থাকলেও গাজার মানুষ নিরাপদে নাই। আজ তাদের ঈদতো দুরের কথা জীবনের নিরাপত্তা নাই ।

এসময় মন্ত্রীর সাথে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন কৃষিমন্ত্রী দিনব্যাপী পৌরসভা সহ নালিতাবাড়ী উপজেলার পাঁচটি ইউনিয়নে ৬ হাজার গরীব-দুস্থদের প্রত্যেককে ১০ কেজি করে ভিজিএফ চাল চাল বিতরণ করেন। এছাড়াও এক হাজার ২৫০ জনকে শাড়ি, এক হাজার ১৯৫ জনকে শার্ট-ট্রাউজার-থ্রিপিচ এবং ২৩০ জনকে বয়স্ক ভাতা ও ১০৫ জনকে বিধবা ভাতার কার্ড বিতরণ করেন।

(এইচবি/জেএ/জুলাই ২৩, ২০১৪)