রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে জলদস্যু বাহিনী প্রধান সাহেব আলি ও তার সেকেন্ড ইন কমান্ড হাবিবুর রহমান গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হন। 

বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের কলাগাছিয়া খালে বন্দুক যুদ্ধের এই ঘটনা ঘটে। এ সময় দু’টি একনলা বন্দুক, একটি পাইপগান ও ৩২ রাউন্ড কার্তুজসহ বেশ কিছু গোলাবারুদ জব্দ করেছে র‌্যাব।

র‌্যাব- ৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার লে. কমান্ডার জাহিদ জানান গোপন সূত্রে খবর পেয়ে তার নেতৃত্বে র‌্যাব সদস্যরা বৃহষ্পতিবার ভোরে সুন্দরবনের কলাগাছিয়া খাল এলাকায় জলদস্যু সাহেব আলি বাহিনীর সদস্যদের আটক করতে অভিযান চালান। এ সময় দুই পক্ষে গোলাগুলি শুরু হয়। তিনি জানান প্রায় তিরিশ মিনিটের বন্দুকযুদ্ধে জলদস্যুরা কমপক্ষে ১০ রাউন্ড গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। কিছু সময় পর দুই জলদস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদেরকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন।

র‌্যাব কম্যান্ডার আরও জানান গোলাগুলিতে র‌্যাব সদস্য সিপাহী আরিফুল ও সিপাহী সাকিল আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত সাহেব আলি (৩৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালি চন্ডীপুর গ্রামের আবদুর রহমানের ছেলে। তার বাহিনীর দ্বিতীয় প্রধান হাবিবুর রহমান আশাশুনি উপজেলার বাগালি গ্রামের খোকন ঢালির ছেলে। তাদের বিরুদ্ধে শ্যামনগর, আশাশুনি ও কয়রা থানায় কয়েকটি মামলাও রয়েছে বলে জানান তিনি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন জানান, লাশের ময়না তদন্তের জন্য বৃহষ্পবিার দুপুরে সাতক্ষীরা সদর হাসেপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় র‌্যাব এর পক্ষ থেকে শ্যামনগর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০১৯)