সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও কেন্দুয়া-আটপাড়া উপজেলা থেকে নির্বাচিত সংরক্ষিত সদস্য হিসেবে এবার স্বর্ণপদক ও সম্মাননা স্মারক পেলেন সালমা আক্তার। 

কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের অবহেলিত গ্রাম চৌকিধরা থেকে ওঠে আসা এই সংগ্রামী নারী স্বামীর বাড়ি ছিলিমপুর গ্রাম থেকে জনগনের সরাসরি ভোটে দুই বার নির্বাচিত হন ১১ নং চিরাং ইউনিয়ন পরিষদের প্রথম নারী চেয়ারম্যান।

১৯৯৬ সালে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচিতে বিশেষ অবদান রাখায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে জাতীয় পদক গ্রহণ করেন তিনি। এর পর সমাজে বাল্য বিয়ে প্রতিরোধ, যৌতুক, মাদক ও নারীর ক্ষমাতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় গত বছর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে জয়িতা হিসেবে সম্মাননা স্মারক পান।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম তাকে এল.জি.এস.পি তে এ গ্রেডভূক্ত সফল চেয়ারম্যান এবং ফোরামের আজীবন সদস্য ও জেলা পরিষদ (কেন্দুয়া-আটপাড়া) উপজেলার সংরক্ষিত সদস্য হিসেবে সততা নিষ্ঠা সহ ভালো কাজের জন্য তাকে এ স্বর্ণপদক দেয়া হয়। ঢাকা পুরানা পল্টন মোড়ে ফার্স হোটেলে সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এম.পি।

পদক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান ফোরামের সভাপতি মাহাবুবুর রহমান টুলু।

স্বর্ণপদক পাওয়ার পর বৃহস্পতিবার তার নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে সালমা আক্তার বলেন, ভালো কাজের জন্য এভাবে সম্মাননা ও পদক প্রদান করা হলে নির্বাচিত জনপ্রতিনিধিরা আরো উৎসাহ আনন্দের সঙ্গে কাজের গতি বাড়াবে। চেয়ারম্যান ফোরাম তাকে স্বর্ণপদক ও সম্মাননা স্মারক দেয়ায় সংগঠনের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তার ইউনিয়নের জনগন সহ সকল শ্রেণি পেশার মানুষকেও তিনি আন্তরিক অভিনন্দন জানান।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০১৯)