রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : অবশেষে উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের রাজারহাটে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ ইয়াসমিন বেগমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে মহামান্য হাই কোটের আপিল বিভাগ। 

গত ২৭ ফেব্রুয়ারি বুধবার মহামান্য হাই কোর্টের বিচারক জেবিয়েম হাসান ও এমডি খায়রুল আলমের যৌথ বেঞ্চ এ রায় দেন। এর ফলে ২৮ ফেব্রুয়ারী কুড়িগ্রাম জেলা রির্টারিং অফিসার মোছাঃ ইয়াসমিন বেগমের ফ্যান প্রতীক বরাদ্দ দেন। গত ১২ফেব্রুয়ারী জেলা রির্টারিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাইয়ে মোছাঃ ইয়াসমিন বেগমের প্রার্থীতা বাতিল হয়ে যায়। পরে আপিল করলে সেটিও বাতিল হয়।

শেষে হাইকোর্টে প্রার্থীতা ফিরে পেতে রিট আবেদন করলে মহামান্য আদালত তাঁর প্রার্থীতা বৈধ বলে ঘোষনা করেন। এ নিয়ে রাজারহাট উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করবেন। ইতোমধ্যে মাঠ পর্যায়ে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। আগামী ১০ মার্চ রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

(পিএমএস/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০১৯)