স্টাফ রির্পোটার : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানিয়েছেন, ২০১৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে জাতীয় শিল্পনীতি গঠন করা হবে।

শিল্প ভবনে বুধবার সকাল ১১টায় জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটির (ইসিএনসিআইডি) সভা শেষে শিল্পমন্ত্রী এ কথা জানান।
জাতীয় শিল্পনীতি গঠনে এরই মধ্যে ৩টি সাব কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। আর এই কমিটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় শিল্পনীতি গঠন নিয়ে সুপারিশমালা জমা দেবে বলে জানান তিনি। যার আলোকে ২০১৫ সালে জাতীয় শিল্পনীতি গঠন করা হবে।
প্রতি ৫ বছর পরপর শিল্পনীতি গঠন করা হয় বলে জানান আমির হোসেন আমু। সর্বশেষ ২০১০ সালে এই নীতি গঠন করা হয় বলে উল্লেখ করেন তিনি।
বিসিকে নারীদের জন্য ১০ শতাংশ জায়গা বরাদ্দ আজকের সভায় নিশ্চিত করা হয়েছে বলে জানান শিল্পমন্ত্রী। আর শিল্পে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এদিকে শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটির সভা প্রায় ২ বছর পর এ দিন অনুষ্ঠিত হয়েছে বলে জানান শিল্পমন্ত্রী। তবে আগামিতে কাজের স্বাভাবিক ধারা অব্যাহত রাখতে ৩ মাস অন্তর এই সভা করবেন বলে জানান তিনি।
(ওএস/এএস/জুলাই ২৩, ২০১৪)