নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ‘ভোটার হব, ভোট দিব’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দেশের তরুণ ভোটারদের মাঝে গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে দেশে প্রথমবারের মত জাতীয় ভোটার দিবস পালন করছে নির্বাচন কমিশন।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা সমন্বয় কমিটি শুক্রবার (০১ মার্চ) সকালে র‌্যালি, আলোচনা সভা ও নতুন ভোটার অন্তর্ভূক্তির আয়োজন করে।

সকালে দিবসের প্রতিপাদ্যের ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে একটি র‌্যালি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, থানার তদন্ত কর্মকর্তা মো.গোলাম মোস্তফা মন্ডল, মৎস্য কর্মকর্তা নাজমুন নাহার, শিক্ষা কর্মকর্তা সেলিমা আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা মো.ফরহাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি সুজায়েত হোসেন, প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, অমলেন্দু সোমরাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি রামকৃষ্ণ সাহা রামা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।

আলোচনা সভা শেষে নতুন ভোটার অন্তর্ভূক্তি কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম।

(আরএসআর/এসপি/মার্চ ০১, ২০১৯)