চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবানার চাটমোহর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ‘ভোট দেব ভোটার হব’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে একটি বর্ণাট্য র‌্যালি বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সরকার অসিম কুমারের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা প.প কর্মকর্তা ডাঃ সজিবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আ’লীগ নেতা শামসুজ্জোহা, উপজেলা প.প কর্মকর্তা ডাঃ সজিবুর রহমান প্রমূখ। এসময় সাংবাদিক, সুধিজন, গণ্যমান্য বাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এসএইচএম/এসপি/মার্চ ০১, ২০১৯)