সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে  গতকাল শুক্রবার সকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একাধিক মামলার আসামি সেলিম হোসেন (৪২) নিহত হয়েছে। বেলা ১১ টার দিকে সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের ফুলহার গ্রামের ধলেশ^রী নদীতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। 

এ সময় সিরাজদিখান থানার কনস্টবল মো.রাসেল গুলিবিদ্ধসহ এসআই হাসান আক্তার আহত হয়। আহত পুলিশের ৩ সদস্যকে সিরাজদিখাণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । পুলিশ ঘটনাস্থল থেকে একটি দোনালা বন্দুক ও একটি রামদা উদ্ধার করে। নিহত সেলিম ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন সোনাকান্দা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। সে কেরানীগঞ্জ মডেল থানাধীন সোনাকান্দা গ্রামের আলমাস হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি।

সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, কয়েকজন সহযোগীসহ বহু মামলার আসামী সেলিম হোসেন ফুলহার গ্রামের ধলেশ্বরী নদীতে ট্রলারযোগে ঘুরাফেরা করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পুলিশকে লক্ষ্য করে সেলিম ও তার সহযোগীরা গুলি ছুড়ে। এতে পুলিশ পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে ট্রলারটি ধলেশ্বরী নদীর তীরে নোঙর করে সেলিমের সহযোগীরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ সেলিম মারা যায় ।

(এসডিআর/এসপি/মার্চ ০১, ২০১৯)