সিরাজগঞ্জ প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোট গ্রহণ হবে । এ নির্বাচনে তিনটি পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । 

এরমধ্যে চেয়ারম্যান পদে দুইজন,ভাইস চেয়ারম্যান পদে পাচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন ।

চেয়ারম্যান পদে এবার লড়াই করছেন এ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত গাজী ইসাহাক হোসেন তালুকদারের ছোট ছেলে,জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন । তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক),অপরদিকে রয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) গোলাম হোসেন শোভন সরকার (আনারস প্রতীক)।
ভাইস চেয়ারম্যান পদে জাহিদুল ইসলাম মাইকেল( উড়োজাহাজ),ফারুক আহমেদ শিখন(চশমা),আব্দর রউফ বকুল(তালা),রেজাউল করিম বা”্চু(নলকূপ) ও এ্যাড: লোকমান হাকিম(মাইক) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিষ্কৃতি দাশ(হাঁস), লীনা হক লুৎফা(সেলাই মেশিন), পাপিয়া পারভীন পরী (সিলিং ফ্যান ) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

গত ১৯ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হয় ।সেই থেকে পুরোদমে শুরু হয়েছে প্রচার-প্রচারণা । উপজেলার পৌর এলাকা ও নয় টি ইউনিয়নের পাড়া-মহল্লায় ঝুলছে প্রার্থীদের প্রতীক ও ছবি সংবলিত পোস্টার ।প্রার্থীরা নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণ সংযোগ চালাচ্ছেন ।করছেন পথসভা ও ঘরোয়া বৈঠক । সেই সাথে চলছে সরবে মাইকে প্রচারণা ।তবে বিরোধী দল মাঠে না থাকায় সাধারণ মানুষের মাঝে তেমন উচ্ছাস দেখা যাচ্ছে না ।

রায়গঞ্জ উপজেলা নির্বাচন ও সহকারি রিটানিং অফিসার মাসুদ রানা জানান,আগামী ১০ মার্চ রায়গঞ্জ উপজেলায় ভোট গ্রহণ হবে । আমরাদের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছি ।

রায়গঞ্জ থানার অফিসার ইন চার্জ পঞ্চানন্দ সরকার জানা,পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে ।আশা করি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে ।

(এমএসএম/এসপি/মার্চ ০১, ২০১৯)