চেনা-অচেনা

নিজেকে নিজেই যেনো আজ চিনতে পারিনা
সময়ের স্রোতের টানে আমি হারিয়ে গিয়েছি
তবুও কাছের মানুষগুলো আজ চেনা হলোনা
চিনতে চিনতেই সবাই যেনো হলো অচেনা।

সুখের সময়ে আমি পেলাম যাদেরকে কাছে
সুখ পাখি হারাতেই তারা হাড়িয়ে গেলো
কেনো জীবন এমন হয় কিছু বুঝতে পারিনি
জীবনের জন্য কখনও তবু কিছু থেমে থাকেনা।

কিছু কিছু সময় যেনো সহজে ভোলা যায়না
কিভাবে কি করবো কোনো পথ খুঁজে পাইনা
খুব কাছে যে জন ছিলো পাইনা এখন তাদের
কেনো আপন খুব সহজেই হয়ে যায় অচেনা।

চোখের পানি ঝড়ে আজ অঝড় ঝর্ণা ধারায়
পারিনা বলতে কিছু কাউকে জীবনের তাড়নায়
ধীরে ধীরে হয়তো একদিন হয়ে যাবো নিস্তেজ
সুখ পাখি ধরা দিয়েও তবুও দিলোনা ধরা।