কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চান্দিনার মাধাইয়া থেকে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত ২৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার সকালে দাউদকান্দি ব্রিজের উপর কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এবং ভোরে চান্দিনার ইলিয়টগঞ্জ এলাকায় মাহসড়কের উপর কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শ মো. রইছ উদ্দিন দ্য রিপোর্টকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে দাউদকান্দি ব্রিজের উপর কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ইতোমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আসাদ জানান, ভোরে ইলিয়টগঞ্জ পাম্পের সামনে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। কাভার্ডভ্যানটি ইতোমধ্যেই মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
ঈদ উপলক্ষে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়া এবং চালকদের অদক্ষতার কারণেই এই যানজটের সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।
(ওএস/এএস/জুলাই ২৩, ২০১৪)