রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ ৩ জনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর সদস্যরা।

বুধবার বেলা সাড়ে ১১টায় মতিহার থানার বাখরাবাদ এলাকায় থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৫ এর সিনিয়র এএসপি ড. মির্জা গোলাম সারোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মহানগরীর মতিহার থানার বাখরাবাদ এলাকা থেকে ওই এলাকার মোস্তাকিমের স্ত্রী জোসনা বেগম (৪৫), মেহের আলী (৪৫) ও মতিউর রহমান ওরফে মোহাম্মদ রনি (২০) নামের তিনজনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৭ গ্রাম হেরোইন, ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট ও বেশকিছু নগদ টাকা উদ্ধার করা হয়।

জোসনা বেগম ওই এলাকার চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী। তিনি ভারত থেকে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট এনে তার নিজ বাড়িতেই রেখে ব্যবসা করেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

(ওএস/এটিআর/জুলাই ২৩, ২০১৪)