ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত (২৮) নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ইউনিয়নের প্রতিরাজপুরে তারা মালিথার বাড়িতে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নিহত ডাকাতের নাম-পরিচয় জানা যায়নি। 

মুলাডুলির (ইউপি) চেয়ারম্যান সেলিম মালিথা জানান, রাতে ৫-৬ জনের একটি ডাকাত দল গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতিরাজপুরে আওয়ামী লীগ নেতা তারা মালিথার বাড়িতে ঢুকে ডাকাতির প্রচেষ্টা চালায়। এসময় বাড়ির মালিকের চিৎকারে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও একজন ধরা পড়ে। এলাকাবাসী তাকে গণপিটুনিতে ধৃত ডাকাত গুরুতর আহত হয়। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ডাকাতকে উদ্ধার করে ঈশ্বরদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও মেডিকেল অফিসার আবদুল্লাহ আল মাহমুদ হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

(এসকেকে/এসপি/মার্চ ০২, ২০১৯)