সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় বগুড়া ৭ (গাবতলী ও শাহজাহানপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. আলতাব আলী (৭০) অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

এ ঘটনায় তার গৃহপরিচারিকা আয়না খাতুন (৩৫) নিহত হয়েছে। আহত হয়েছে সংসদ সদস্যের স্ত্রীসহ ৫জন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার দুপুর পৌনে ২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সংসদ সদস্য এ্যাড. আলতাব আলী, তার স্ত্রী হাসনা বানু ও তার আত্মীয় ও গৃহপরিচারিকা নিয়ে ঢাকা থেকে বগুড়া যাবার পথে সিরাজগঞ্জের কড্ডা এলাকায় তাদের বহন করা মাইক্রোবাসটির চাকা পাংচার হয়। এতে বিপরিতদিক থেকে আসা কুড়িগ্রাম থেকে ঢাকাগামী সুরমা পরিবহনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গৃহপরিচারিকা আয়না খাতুন মৃত্যুবরণ করে। আহত হয় সংসদ সদস্যসহ ৫জন। বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ তাদের তাৎক্ষনিকভাবে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। আহতদের হাসপাতালে আনার পর চিকিৎসা দেয়া হচ্ছে। সংসদ সদস্যের মাথায় আঘাত লেগেছে এবং একটি হাত ভেঙ্গে যেতে পারে বলে চিকিৎসকরা তাৎক্ষনিকভাবে ধারণা করছেন। তবে তিনি ও তার স্ত্রী আশঙ্কামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত সাহা জানান।

এদিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।
(এসএস/জেএ/জুলাই ২৩, ২০১৪)