বিনোদন ডেস্ক : গত বছরের ২০ ডিসেম্বর তিন বছরে পা দিয়েছে কারিনা-সাইফের একমাত্র ছেলে তৈমুর আলী খান। ২০ ডিসেম্বর, ২০১৬ জন্মগ্রহণ করে তৈমুর। জন্মের পর থেকেই লাইমলাইটে কারিনা-সাইফের ছেলে তৈমুর আলী খান।

এই সন্তানের পর ফের কি মা হতে চলেছেন কারিনা? সম্প্রতি কারিনার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে স্পষ্ট নায়িকার বেবি বাম্প।

সূত্র জানিয়েছে, কারিনার যে ছবিটি ভাইরাল হয়েছে তা সম্প্রতি তোলা। সেখানে বেবি বাম্পও দেখা যাচ্ছে। কিন্তু তা নেহাতই শুটিংয়ের খাতিরে তৈরি। অর্থাৎ এ ছবি রিল লাইফের। রিয়েল লাইফে এখনই ফের মা হচ্ছেন না কারিনা।

(ওএস/এসপি/মার্চ ০৩, ২০১৯)