গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটর সাইকেল চুরি চক্রের মূলহোতা মোখলেছুর রহমান মোখলেছ ওরফে মোটা মোখলেছকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ চৌমাথার মায়ামণি হোটেলের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। 

জানা গেছে, রবিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে একটি বাজাজ পালসার মোটর সাইকেল চুরি হয়। থানা পুলিশ তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে মোটর সাইকেল চুরির বিষয়ে গোবিন্দগঞ্জ পৌর এলাকার সোনারপাড়া গ্রামের মন্টু মিয়ার পুত্র মোখলেছ (৩৮) কে সনাক্ত করে। এরপর ঐদিন বিকেলে গোবিন্দগঞ্জ চৌমাথা মায়ামণি হোটেলের সামনে থেকে তাকে আটক করে। আটক মোখলেছ পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে মোটর সাইকেল চুরি কথা স্বীকার করেছে। এরপর মোখলেছের পিতা চুরি যাওয়া মোটর সাইকেটি ফেরত দেয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানান, মোটর সাইকেল চুরির পর সে নিজেই চালিয়ে উপজেলা শালমারা ইউনিয়নের তার শ্বশুর বাড়িতে তার শ্যালক সুমনের কাছে রেখে আসে।

তিনি আরও জানান, মোখলেছের শ্বশুর পরিবারের সবাই মোটর সাইকেল চুরি চক্রের সাথে জড়িত বলে সে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আরও ৪টি পৃথক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এঘটনায় আটক মোখলেছুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

(এসআরডি/এসপি/মার্চ ০৩, ২০১৯)