সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা পরিষদের প্রথম ধাপ নির্বাচনে আওয়ামীলীগের দুই বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

এ নিয়ে সোমবার সকালে এক সংঘর্ষে সাংবাদিক সহ তিন ব্যক্তি আহত হয় । আহত সাংবাদিক রফিকুল ইসলাম কে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে । আহতদের মধ্যে অন্যান্যরা হলেন ছাত্রলীগের ছোটন আহম্মেদ ও সোহাগ ।

গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলের যৌথ বর্ধিত সভায় বিদ্রোহী প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি (দোয়াত কলম) ও উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি মীর শহিদুল ইসলাম শহিদ (আনারস) কে দলীয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়।

পরে রাত নয় টায় উপজেলা আ’লীগের সভাপতি মো. আব্দুল হক তাড়াশ প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করে ওই দুই আ’লীগ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত স্থানীয় সাংবাদিকদের জানিয়ে দেন। সেই সাথে রাতেই তাদের বহিষ্কারাদেশ মাইকিং করে উপজেলার সর্বত্র প্রচার করা হয়। এ নিয়ে উভয় প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনা দেখা দেয় ।

এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার সকাল ১১ টার দিকে আওয়ামীলীগের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সঞ্জিত কর্মকার ও আওয়ামীলীগ বহিষ্কৃত প্রার্থী মনিরুজ্জামান মনির সমর্থকরা মিছিল বের করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।এর এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় এস টিভি’র সাংবাদিক সহ ছাত্রলীগের ওই দুইজন আহত হন। তাড়াশ থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান,পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে ।পরিবেশ স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

উল্লেখ্য, আ’লীগের তৃণমূলের প্রত্যক্ষ ভোটে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার পাশাপাশি, কেন্দ্রীয় আ’লীগ থেকে নৌকার প্রার্থী মনোনীত হন। কিন্তু ওই দুই আওয়ামীলীগ নেতা দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় তাদেরকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

(এমএস/এসপি/মার্চ ০৪, ২০১৯)