মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উৎসবমূখর পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনে তাদের মনোনয়ন ফরম দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল সোমবার পদে চেয়ারম্যানপ্রার্থীসহ মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা সহকারি রিটানিং অফিসার মোঃ আরিফুর রহমান জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন, তারা হলেন-উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী আতাহার উদ্দিন আহম্মেদ(আওয়ামীলীগ মনোনীত), বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য খান মোঃ আবু বকর সিদ্দিকী,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও দেউলী সুবিদখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোবারক আলী মুন্সী এবং মোঃ আঃ রাজ্জাক।

ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন,তারা হলেন-উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম সোহাগ মৃধা, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,শ্রমিকলীগ নেতা মোঃ মাহাবুবুর রহমান, মোঃ রফিকুল ইসলাম ও মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমির হোসেন সিকদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন, তারা হলেন-মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি এ্যাডভোকেট আয়শা সিদ্দিকা, মির্জাগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী মাহ্বুবা মোর্শেদা(রানু), বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা হাবিব,আওয়ামীলীগ নেত্রী মোসাঃ ফারজানা ইসলাম ও মোসাঃ নাসরিন আক্তার রুবি রহমান।

(ইউজি/এসপি/মার্চ ০৪, ২০১৯)