নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আগামী ৩১ শে মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনে টাঙ্গাইলের নাগরপুরে চেয়ারম্যান পদে ৬ ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (০৪ মার্চ) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা রির্টানিং ও উপজেলা সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছামাদ দুলাল (স্বতন্ত্র), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মো.কুদরত আলী (আওয়ামী লীগ), বিএনপি থেকে নির্বাচিত বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) জিয়াসমিন আক্তার জোৎস্না (স্বতন্ত্র), জাতীয়পার্টি থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো.আব্দুস কুদ্দুস মিয়া (স্বতন্ত্র), আরিফুল ইসলাম খান সামী (স্বতন্ত্র), মো.শমসের খান (জাসদ ইনু)।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বিএনপি থেকে নির্বাচিত বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.রফিজ উদ্দিন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান ফরিদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. মোজাহিদুল ইসলাম মুছা, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো.কহিনুর মিয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. হুমায়ন কবীর ও সদস্য মো. হাবিবুর রহমান তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা মাসুদা, ফরিদা বেগম টুলটুল, ছামিনা বেগম শিপ্রা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাহানারা আক্তার, সাফিয়া ইউসুফ হুনুফা।

(আরএসআর/এসপি/মার্চ ০৪, ২০১৯)