স্টাফ রিপোর্টার : একদিনের ব্যবধানে উল্টো চিত্র বিরাজ করে বুধবার দেশের উভয় পুঁজিবাজারে। আগের দিন যেমন সূচক ও লেনদেন বেড়েছিল তেমনি আজ কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৫৬ কোটি ৭৭ লাখ টাকার। সব ধরণের মূল্য সূচকও কমেছে এ দিন। মোট লেনদেন হওয়া ৫৩ শতাংশ কোম্পানির শেযার দর কমেছে। মোট লেনদেন হয়েছে ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

ডিএসইএক্স বা প্রধান সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৮৮ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৯৩ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬০২ পয়েন্টে।

এদিকে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল- বেক্সিমকো, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, পদ্মা অয়েল, ফার কেমিক্যাল, জেনারেশন নেক্সট, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল লিমিটেড এবং হাইডেলবার্গ সিমেন্ট।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ১০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৯১ পয়েন্টে। অবশ্য সিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমান কিছুটা বেড়েছে। সিএসইতে এই দিন মোট লেনদেন হয়েছে ২০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

(ওএস/এটিঅার/জুলাই ২৩, ২০১৪)