আন্তর্জাতিক ডেস্ক : নারীদের গোপন ভিডিও ধারনের দায়ে যুক্তরাষ্ট্রে অবস্থিত জন হপকিনস হাসপাতাল কর্তৃপক্ষকে ১৯০ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে।

গর্ভবতী নারীদের গোপন ভিডিও রেকর্ড রাখায় ১৯০ মিলিয়ন ডলার এই হাসপাতাল কর্তৃপক্ষকে। হাসপাতালটির এক ধাত্রী চিকিৎকের বিরুদ্ধে ভিডিও রেকর্ড রাখার অভিযোগ করে মামলা দায়ের করার পর তারা ঐ পরিমাণ অর্থ দিতে সম্মত হয়।

এ ঘটনায় ৮০০০ জন নারী নিকিতা লেভি নামের এক চিকিৎকের বিরুদ্ধে মামলা দায়ের করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ক্যামেরা লুকিয়ে রেখে রোগীদের গোপন ভিডিও করেছেন।

লেভির এক সহকর্মী প্রথম তার এই অসৎ কর্মকাণ্ডের কথা ফাঁস করে দেন। ঐ সহকর্মী জানান, লেভি তার গলায় একটি কলমের ক্যামেরা পরে থাকত। এ ঘটনা জানাজানির পর তদন্ত করে কর্তৃপক্ষ লেভির হার্ড ড্রাইভ থেকে আরো ১২০০ ছবি ও ভিডিও ক্লিপ খুঁজে পায়।

(ওএস/এটিআর/জুলাই ২৩, ২০১৪)