হবিগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার করেছিলেন মুক্তিযোদ্ধাদের ভাতা মাসে ৫ হাজার টাকা করা হবে। সেই প্রতিশ্রুতির টাকা বুধবার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন হবিগঞ্জ জেলার ২ হাজার ৪১৪ জন মুক্তিযোদ্ধা।

বুধবার দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন তার কার্যালয়ে এই ভাতা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুর রউফ, এডিএম সুলতান আলম, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক ডেপুটি কমান্ডার গৌর প্রসাদ রায়।

ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা ৩ মাসের একত্রে ১৫ হাজার টাকা করে পান। নতুনভাবে ভাতাপ্রাপ্তরা এককালীন ৫১ হাজার টাকা করে পান। মোট ভাতা বিতরণ করা হয় ৪ কোটি ৪৭ লাখ ৬ হাজার টাকা।
নতুনভাবে ভাতাপ্রাপ্তদের মধ্যে সাবেক এমএনএ ও ১৯৭১ সালে সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক এবং হবিগঞ্জের গভর্ণর মোস্তফা আলী, সদস্য সচিব ডা. সামছুল হোসেন উমদা মিয়া ও অন্যতম সদস্য মরহুম আফসার আহমেদ এর নাম রয়েছে।

ঈদের পূর্বে এই ভাতা পেয়ে মুক্তিযোদ্ধারা আনন্দিত। জেলা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান বলেন, শেখ হাসিনা আমাদেরকে যেভাবে মূল্যায়ন করেছেন তার কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের কাছে নেই।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ও ভাষা সৈনিক এডভোকেট সৈয়দ আফরোজ বখত জানান, শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজটি করলেন।

(পিডিএস/জেএ/জুলাই ২৩, ২০১৪)