মারুফ সরকার : বিনোদন প্রতিনিধি : টানা ৬ মাস শুটিং এর পর শেষ হলো ধারাবাহিক নাটক "বাংগি টিভি" এ নাটকে ১০০ বছরের বুড়ার অভিনয় করেছে "মোশারফ করিম"। রচনা ও পরিচালনায় ছিলেন "কচি খন্দকার"।

তিনি এ নাটকে মঞ্চ নাটকের থেয়েটার এর গুরুত্ব তুলে ধরেছেন।নাটক টি খুব তারাতাড়ি নাগরিক টিভিতে প্রচার করা হবে।

এ নাটকে "মোশারফ করিম" এর সাথে অভিনয় করেছেন "মীর জাকির হোসেন জীবন","এম ফাহিম ফয়সাল স্মরণ" সহ অনেকে।

এ ব্যাপারে কথা হয় মোশারফ করিমের সাথে তিনি বলেন, আমি এই নাটকটি করে খুব মজা পেয়েছি আর বুড়ার অভিনয় তো আমাকে আরো মনোমুগ্ধ করেছে। আমি আশা করি দর্শকরা এই নাটকটি দেখে খুব মজা পাবে।

নাটক টি শুটিং হয়েছে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার রায়ের দিয়া "জাকিরের বাড়ি" শুটিং স্পটে।এই নাটক টি নাটক প্রেমীদের ভেতরে অনেক আলোড়ন সৃষ্টি করবে।এটি ১টি অন্যরকম নাটক। অন্য সব নাটকের চেয়ে এই নাটক এর গল্প অনেক টা আলাদা।

(এমএস/এসপি/মার্চ ০৬, ২০১৯)