বাগেরহাট প্রতিনিধি : সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। 

বুধবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জহিরুল ইসলাম, বাগেরহাট কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আফতাব উদ্দিন, খুলনার পাঠ উন্নয়ন কমর্ককর্তা মোঃ লুৎফর রহমান, পাট উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ সরোয়ার হালিম, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আছিব উদ্দিন রাখি, হায়দার আলী বাবু প্রমুখ। বক্তারা, পাটজাত পন্যের ব্যবহার নিশ্চিত করার আহবান জানান।

(এসএকে/এসপি/মার্চ ০৬, ২০১৯)