আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে এক মুসলিম রোজাদার ব্যক্তিকে জোরপূর্বক খাদ্য গ্রহণে বাধ্য করেছেন শিবসেনার একাধিক সাংসদ। অভিযোগ ওঠা শিবসেনার ১১ সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি লোকসভা পর্যন্ত গড়িয়েছে।

আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। গত সপ্তাহে মহারাষ্ট্র সদনে ঘটনাটি ঘটে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মহারাষ্ট্র সদনে মহারাষ্ট্রীয় খাবার পরিবেশন না করায় শিবসেনার ওই ১১ জন সাংসদ ক্ষুব্ধ হন। এরপর তাঁরা খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম করপোরেশনের এক মুসলিম তত্ত্বাবধায়ককে রোজার মধ্যে ‘চাপাতি’ (এক ধরনের রুটি) খেতে বাধ্য করেন।

মহারাষ্ট্রের মুখ্য সচিব জে শাহারিয়ারের কাছে পাঠানো এক চিঠিতে অরবিন্দ সাওয়ান্তসহ শিবসেনার অপর ১০ জন সাংসদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।
অরবিন্দ সাওয়ান্ত তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এ-সংক্রান্ত প্রতিবেদন ‘মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন তিনি।

ঘটনার প্রতিবাদে মহারাষ্ট্র সদনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম করপোরেশনের কর্মীরা তাঁদের সব ধরনের কাজ বন্ধ করে দেন।

সাবেক রেলমন্ত্রী মালিকার্জুন খারগে বিষয়টি আজ বুধবার লোকসভায় তুলেছেন। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়।

সংসদবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ভেংকাইয়া নাইডু বলেন, ‘ঘটনাটি কেউ জানে না। প্রথমে সেটি জানা উচিত।’

স্পিকার বলেছেন, বিষয়টি নিয়ে পরে আলোচনার সুযোগ দেবেন তিনি।

(ওএস/এটিআর/জুলাই ২৩, ২০১৪)