আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রি কলেজ সংলগ্ন জাইকা ব্রিজের এপ্রোচ সড়কে মঙ্গলবার সন্ধ্যায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকা ভেঙ্গে ইস্রাফিল হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত ও দুই স্কুল ছাত্র আহত হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত জানান, পদ্মাবুনিয়া বাজার থেকে যাত্রীনিয়ে ইজিবাইকটি চৌমোহনী বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ব্রিজের এপ্রোচ সড়কে উঠতে গিয়ে গাড়িটির সামনের চাকা ভেঙ্গে উল্টে যায়। এসময় যাত্রী নাজিরপুর সদরের বাসিন্দা ইস্রাফিল হাওলাদার উল্টে পরা গাড়ির নিচে চাঁপা পরে ঘটনাস্থলেই নিহত হন। দূর্ঘটনায় চৌমোহনী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সুমি খানম ও সুমনা ইসলাম আহত হয়। তাদেরকে বরিশাল শেবাচিত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(টিবি/এসপি/মার্চ ০৬, ২০১৯)