চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে কৃষি বায়োস্কোপ, পাঠাগার ও সংগঠনের কার্যক্রম বিষয়ক কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বধুবার সকালের দিকে চুয়াডাঙ্গার কৃষি পাঠাগারের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহি অফিসার ওয়াশীমুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলায়েন্স ফর সায়েন্স করনেল বিশ্ববিদ্যালয় আমেরিকার পরিচালক ড.সারা ইভিনিগা। এ সময় তিনি বলেন, বিটি বেগুনের বিষয়টি আমি বিশ্ববিদ্যালয়ের অন্যদের জানাবো। এখানে কীটনাশক মুক্ত চাষ করেন কৃষকরা। এখানকার কৃষকরা আদর্শ কৃষক। আর অতিথি পরায়ণ।কৃষক-কৃষাণিরা অসাধারণ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিল এন্ড মালিন্দা গেটস ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ব্রানটলি ব্রাউনিং। সার্বিক পরিচালনায় ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার তালহা জুবায়ের মাশরুর। চুয়াডাঙ্গা কৃষি পাঠাগারের সকল কৃষক ও কৃষাণিরা কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন। বিষ মুক্ত বিটি বেগুনের গুরুত্ব নিয়ে এ কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়।

(টিটি/এসপি/মার্চ ০৬, ২০১৯)