স্পোর্টস ডেস্ক, ঢাকা : জার্মানির তারকা ফুটবলার বাস্তিয়ান শোয়াইন্সটেইগার ২০১৪-১৫ মৌসুম শুরুর আগে বড় ধরনের ধাক্কা খেলেন। বায়ার্ন মিউনিখের হয়ে খেলা এ মিডফিল্ডারকে প্রায় ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন ক্লাবের চিকিৎসক হ্যান্স ইউলহেম।

গত মৌসুমে শোয়াইন্সটেইগার ইনজুরির কারণে বেশ কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারেন নি। ব্রাজিল বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে মাঠে নামতে পারেন নি তিনি। এছাড়া ঘানার বিপক্ষেও খেলতে পারেন নি বায়ার্নের এ তারকা।

২৯ বছর বয়সী দেশের হয়ে বিশ্বশিরোপা জেতার পর ক্লাব থেকে তিন সপ্তাহের ছুটি পেয়েছেন। কিন্তু ক্লাবের চিকিৎসক মনে করেন, পুরোপুরি সেরে উঠতে তার আরো দুই-তিন সপ্তাহ সময় লাগবে। ইউলহেম বলেন, ‘শোয়াইন্সটেইগারের কমপক্ষে ছয় সপ্তাহ বিশ্রাম দরকার।’

২০০২ সালে বায়ার্নে যোগ দিয়ে শোয়াইন্সটেইগার খেলেছেন ৩২২টি ম্যাচ। তার মাঝে গত মৌসুমেই ক্লাবের হয়ে খেলেছেন ৩৬টি ম্যাচ। বাভারিয়ানরা তাদের নতুন মৌসুম শুরু করবে উলফসবার্গের বিপক্ষে ২২ আগস্ট।

(ওএস/পি/জুলাই ২৩, ২০১৪)