গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা চত্তরে জলমহালের দরপত্র দাখিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় দূর্বৃত্তদের হামলায় সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আহত হওয়ার প্রতিবাদে এবং  হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে গোবিন্দগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ থানা মোড়ে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ কুমার চাকী, সাবেক সভাপতি যথাক্রমে গোপাল মোহন্ত ও জাহিদুর রহমান প্রধান টুকু, গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরাম সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, রিপোর্টাস ফোরাম সাধারন সম্পাদক তাজুল ইসলাম প্রধান, চ্যানেল আই গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক জিল্লুর রহমান, জেএসডির সাধারন সম্পাদক আরজ আলী প্রমুখ।

বক্তারা অবিলম্বে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের উপর হামলাকারী দূর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

(এসআরডি/এসপি/মার্চ ০৭, ২০১৯)