মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে এক এসএসসি পরীক্ষার্থীর নাম ও ছবি ব্যবহার করে তার নামে একটি ফেইসবুকে ভূয়া আইডি খুলে ওই শিক্ষার্থীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এনামুল মোল্লা (২৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৮। বুধবার রাত সোয়া ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকা থেকে আটক করা হয়। সে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মো. সিদ্দিক মোল্লার ছেলে।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) মো. রইছ উদ্দিন বলেন, বুধবার রাত সোয়া ৯টার দিকে মাদারীপুর জেলার সদর উপজেলার তাঁতিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মো. এনামুল মোল্লাকে আটক করা হয়। আটক এনামুল ৩/৪ মাস আগে তাঁতিবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক স্কুল ছাত্রীর ছবি ও নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভূয়া আইডি খোলে। পরে ওই ফেইসবুক আইডি থেকে বিভিন্ন ধরণের অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি ছড়িয়ে দেয়।

এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্রী ও তার পরিবার আইনগত সহায়তা চেয়ে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কাছে একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে র‌্যাবের একটি দল কোম্পানী অধিনায়ক মো. রইছ উদ্দিনের নেতৃত্বে তাঁতিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে এনামুলকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃত এনামুল মোল্লা এ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আটকের সময় তার ব্যবহৃত মোবাইল জব্দ করা হয় এবং জব্দকৃত মোবাইলে ভিকটিমের নাম ও ছবি সম্বলিত ভূয়া ফেইসবুক আইডি পাওয়া যায়। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

(এএসএ/এসপি/মার্চ ০৭, ২০১৯)