স্পোর্টস ডেস্ক, ঢাকা : ক্রিকেট খেলার ওপর নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই খেলায় ফিরতে চান আশরাফুল। বিপিএলে ম্যাচ পাতানোর দায়ে আট বছরের জন্য নিষিদ্ধ মোহাম্মদ আশরাফুল শাস্তি কমাতে আপিল করেছেন। আপিলের বিষয়ে অভিযুক্ত আশরাফুল বলেন, আমার আইনজীবী ডিসিপ্লিনারি কমিটির প্রধানের কাছে আপিএলের কাগজপত্র পাঠিয়েছে।

আট বছরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই আমি খেলায় ফিরতে চাই। এ ছাড়া বিসিবি ডিসিপ্লিনারি প্যানেলের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রশিদের কাছে আপিল করেছেন ১০ বছরের জন্য নিষিদ্ধ ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীও।

এদিকে আজ মঙ্গলবার আপিএলের নির্ধারিত সময়ের শেষ দিনে বিসিবি ও আইসিসিও আপিল করেছে বলে জানিয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

উল্লেখ্য, বিপিএলে ম্যাচ পাতানোর দায়ে গত ১৮ জুন তিন সদস্যের দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল দোষীদের শাস্তি ঘোষণা করেন।

সে সময় আশরাফুলকে আট বছর, গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীকে ১০ বছর, শ্রীলঙ্কার কৌশল লুকুয়ারাচ্চিকে ১৮ মাস ও নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার লু ভিনসেন্টকে ৩৬ মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

(ওএস/পি/জুলাই ২৩, ২০১৪)