আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত মালয়েশিয় বিমানের অক্ষত দুটি ব্ল্যাকবক্স পরীক্ষার জন্যে ব্রিটিশ বিমানের তদন্তকারীদের কাছে পাঠানো হবে। মালয়েশিয়ান কর্মকর্তারা এ কথা জানায়।

এর আগে মঙ্গলবার রুশপন্থী বিদ্রোহীরা বিধ্বস্ত এলাকা থেকে এমএইচ১৭ বিমানের ব্ল্যাকবক্স মালয়েশিয়ান কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে।

পরিবহন মন্ত্রী লায়ো তায়ং লাই মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, নেদারল্যান্ডসের নেতৃত্বাধীন আন্তর্জাতিক তদন্তকারী দল ফরেনসিক বিশ্লেষণের জন্যে ব্ল্যাকবক্স ইউকে এয়ার এক্সিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

আন্তর্জাতিক তদন্ত দলের সদস্যসহ মালয়েশিয়ান কর্মকর্তাদের একটি দল বক্স দুটি নিয়ে ইংল্যান্ড যাবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২৯৮ আরোহী নিয়ে মালয়েশিয়ার এমএইচ১৭ বিমান ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয়। রুশ পন্থী বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র হামলায় একে ভূপাতিত করেছে বলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ অভিযোগ করেছে। দুর্ঘটনায় আরোহীদের সকলেই প্রাণ হারায়। বাসস

(ওএস/এটিআর/জুলাই ২৩, ২০১৪)