বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট- খুলনা মহাসড়কের বাগেরহাট শহরতলীর খানজাহান (র:) মাজার মোড় এলাকায় শুক্রবার ভোরে থেমে থাকা ট্রাকের সাথে পর্যটক বোঝাই একটি পরিবহনের সংর্ঘষে দুই যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরো ৪ জনকে বাগেরহাট সদর  ও খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামের প্রয়াত মকবুল হোসেনের ছেলে মো. গরীব উল্লাহ (৪৮) ও একই গ্রামের আবুল কাসেম মালিথার ছেলে কিবরিয়া মালিথা (২২)। নিহত গরীব উল্লাহ ট্রাকটর চালক এবং কিবরিয়া একটি পরিবহনের সুপারভাইজার ছিলেন। দূর্ঘটনা কবলিত গড়াই পরিবহনের চালক ও হেলপার পালিয়ে গেছে।

পরিবহনটির যাত্রী লাল্টু আহমেদ বলেন, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনীর শেখপাড়া থেকে আমরা প্রায় ৫৫ জন বাগেরহাটের খানজাহান (রহ.) মাজার ও ঐহিহাসিক ষাটগম্বুজ মসজিদ দেখতে ও পিকনিক করতে গড়াই পরিবগনে করে রাতে রওনা হই। বাগেরহাট খানজাহান (রহ.) মাজারের কাছে পৌঁছে আমাদের পরিবহনটি দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে আমাদের পরিবহনের দুইজন যাত্রী নিহত হয়েছেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক সরদার মাসুদুর রহমান জানান, ঝিনাইদহের শৈলকুপা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটক বোঝাই পরিবহনটি ঘটনাস্থলে পৌছে দাড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেলে নেয়ার পর আহত যাত্রী কিবরিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(এসএকে/এসপি/মার্চ ০৮, ২০১৯)