বরগুনা প্রতিনিধি : সম্প্রতি পুর্ণিমার জোয়ারে বলেশ্বর ও বিষখালী নদের বেড়িবাঁধ ভেঙ্গে পানিতে ডুবে যাওয়ায় দুই হাজার পরিবারের মধ্যে বেসরকারি সংস্থা টেরেডেস হোমসের উদ্যোগে হাইজিন উপকরণ বিতরণ করা হয়। বুধবার বেলা ১০টায় বেড়িবাঁধ পার্শবর্তী পদ্মা, রুহিতা, চরলাঠিমারা ও টেংরার ক্ষতিগ্রস্থদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।

এর মধ্যে রয়েছে, ১ কেজি ব্লিচিং পাউডার, ২টি লাক্স সাবান, ১টি হুইল সাবান, ১ প্যাকেট মোম, ১ ডজন ম্যাচ ও ৮টি স্যালাইন।

উপজেলা প্রোগ্রাম ম্যানেজার দিপক কুমার জানান, তলিয়ে যাওয়া দুই হাজার পরিবারের মধ্যে পানিবাহিত রোগের সংক্রমণ দেখা দেওয়ায় তাৎক্ষনিক এ ব্যবস্থা নেয়া হয়েছে।

(এমএইচ/জেএ/জুলাই ২৩, ২০১৪)