নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় ‘মুক্তিযোদ্ধা সংবর্ধনা’ অনুষ্ঠানে মৈনম ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মৈনম ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে এমন ঘোষণা দেন মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন।

‘মাদকমুক্ত সমাজ গড়ি, বাল্য বিবাহ প্রতিরোধ করি’ এ শ্লোগান নিয়ে মৈনম ‘সচেতন সমাজ’ নামে একটি সামাজিক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের সভাপতি মনজের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান মাহমুদ গামা, মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই নিউটন, ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী রাজা, আ.লীগনেতা এবিএম হাসান রিপু, সমাজসেবক দেওয়ান ওয়ালি হোসেন পিন্টু, ইউনিয়ন আ.লীগের সভাপতি সাইদুর রহমান, আ.লীনেতা আফাজ উদ্দিন মন্ডল, যুবলীগনেতা আল আমিন রানা, মৈনম সচেতন সমাজের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে মান্দা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, উপজেলার মৈনম ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। এরপর এই ইউনিয়নে কেউ যদি মাদক বেচাকেনা কিংবা সেবনের সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি আরও বলেন, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নগুলোকেও মাদকমুক্ত করা হবে। শেষে ২৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। পরে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

(বিএম/এসপি/মার্চ ০৮, ২০১৯)