গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার  আয়োজনে শুক্রবার সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি, নারী মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জেবুন নেছা, জাতীয় মহিলা সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার চেয়ারম্যান মোছাঃ শাহানা আকতার, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, শহরগছি আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আরজিনা বেগম, গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আব্দুল হামিদ, সাংবাদিক এ্যাসিয়েশনের সভাপতি মাহমুদ খান, কামারদহ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য হ্যাপি বেগম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষিকা নূরে দিবা শান্তি। নারী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- “সবাই মিলো ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো।”

শেষে আদিবাসী নারীদের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সিভিল ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত হয়।

(এসআরডি/এসপি/মার্চ ০৮, ২০১৯)