মাদারীপুর প্রতিনিধি : ‘নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ শ্লোগানকে সামন রেখে মাদারীপুরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে  আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।


মাদারীপুর জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, পৌরসভা, টিআইবি’র সচেতন নাগরিক কমিটি, এমএলএএ ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, ২ দিনব্যাপি নারী উন্নয়ন মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

স্বাধীনতা অঙ্গণে নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ্য সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, বীরমুক্তিযোদ্ধা চৌধুরী নুরুল আলম বাবু, মাদারীপুর মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা, জাতীয় মহিলা সংস্থা মাদারীপুরের চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন পল্লবী প্রমুখ।

(এএসএ/এসপি/মার্চ ০৮, ২০১৯)