জামালপুর প্রতিনিধি : জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে জাতীয়তাবাদী মহিলা দল। দিবসটি উদযাপনে শুক্রবার বিকালে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ষ্টেশন বাজার এলাকায় জেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে তমালমলা গিয়ে শেষ হয়। 

সেখানে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা দল নেত্রী সেলিনা বেগম, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক সাঈদা বেগম শ্যামা,সাংগঠনিক সম্পাদক রুবি বেগম ও শহর মহিলাদলের সভাপতি পিয়ারা হায়দার প্রমুখ।

পথসভায় অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, বাংলাদেশের হাজার হাজার নারীকে বেকার ও সুবিধা বঞ্চিত রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে নারী উন্নয়নের কথা মানায় না। নারীরা নিজেদের মেধা যোগ্যতা দিয়ে নিজেদের স্বাভলম্বী হিসেবে গড়ে তুলে স্ব স্ব ক্ষেত্রে উজ্জল ভুমিকা রাখছে।

বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা বশত মিথ্যা মামলায় আটক রেখে নারী সম্মানের কথা শেখ হাসিনাকে মিথ্যার রানী খেতাবে ভুষিত করেছে বাংলাদেশের জনগন। এবারের নারী দিবসে আমাদের অঙ্গিকার হোক বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী রাজবন্দি বেগম খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্তির আহবান জানান উপস্থিত মহিলা দলের নেতাকর্মীদের প্রতি।

(আরআর/এসপি/মার্চ ০৮, ২০১৯)