বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি মাত্র গ্রামে সিঁধ কেটে ও চেতনানাশক স্প্রে করে এক রাতে আট বাড়িতে চুরি হয়েছে। চোরেরা টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। অচেতন অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, চোরেরা সিঁধ কেটে শহিদুল হাওলাদারের ঘর থেকে একটি স্বর্ণের আংটি একটি চেইন, চারটি মোবাইল, ২৮ হাজার টাকা, কামরুল সেপাইর ঘর থেকে পাঁচটি আংটি, চেইন একটি, ১০হাজার টাকা, আশরাফ আলী হাওলাদারের ঘর থেকে দুটি মোবাইল, দুই হাজার টাকা এবং মোজাম্মেল হাওলাদারের ঘর থেকে একটি মোবাইল, পাঁচ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া, মোস্তফা দর্জি, এমাদুল হাওলাদার ও মিজারন মহুরীর বাড়িতে সিঁধ কেটে ঘরে ঢুকলেও লোকজন টের পাওয়ায় চোরেরা কিছু নিতে পারেনি।একই গ্রামের শহিদুল সেপাইর বাড়িতে চোরেরা চেতনানাশক স্প্রে কের ঘরে ঢুকে ৫২ হাজার টাকা, পাঁচটি স্বর্ণের আংটি ও একটি চেইন নিয়ে যায়। অচেতন অবস্থায় গৃহকর্তা ও তার স্ত্রী এলাচি বেগমকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা করেনি।

(এসএকে/এসপি/মার্চ ০৮, ২০১৯)